অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ভোলায় ছাত্রদলের বিক্ষোভ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৫ রাত ০৯:২৩

remove_red_eye

১৫৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : রাজধানীর চকবাজারে মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ভোলা  ছাত্রদল।
রবিবার দুপুরে ভোলা ছাত্রদলের কর্মী জি এম ছানাউল্লাহ নেতৃত্ব এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 
মিছিলটি ভোলা প্রেস ক্লাব চত্বর থেকে বের হয়ে ভোলা শহর প্রদক্ষিন করে  প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
 মিছিল চলাকালে খুনীদের আস্তানা বিএনপিতে হবেনা,‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, চাদঁবাজির আস্তানা বিএনপিতে হবেনা,‘সন্ত্রাসীদের বিরুদ্ধে আগুন জ্বালো একসঙ্গে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
ভোলা ছাত্রদলের কর্মী জি এম ছানাউল্লাহ বলেন,রাজপথে জাতীয়তাবাদী ছাত্রদল আপসহীনভাবে ছিল এবং সব অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে।মিটফোর্ডের হত্যা হচ্ছে জঘন্যতম হত্যা। একই সঙ্গে খুলনায় রগ কেটে আরেকটি হত্যা করা হয়েছে।আমরা জানি কারা করেছে।আমরা কোনো হত্যাকে প্রশ্রয় দিই না।অবিলম্বে সব ধরনের মব হত্যা বন্ধ করতে হবে।যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ, তাদেরকে গ্রেফতার করতে হবে। 
তিনি বলেন, একই সঙ্গে প্রতিটি হত্যার বিচার করতে হবে।হাসিনার আমলে যে হত্যা হয়েছে, এমন হত্যা যেন আর না হয়। 
তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি শুরু থেকেই হত্যা ও মব কালচারের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার করে দোষীদের শাস্তির আওতায় আনতো।তাহলে কেউ আর এভাবে মব কালচারের মাধ্যমে মানুষ হত্যার সাহস করতো না। তিনি আরও বলেন, কোনো একটি নির্দিষ্ট হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মব কালচারকে উসকে দেওয়া অনুচিত। যারা এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত—তাদের কোনো দল নেই, কোনো আদর্শ নেই।তাই দলমত নির্বিশেষে নিরপেক্ষ বিচার হতে হবে।