অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার বোরহানউদ্দিনে ৫ জুয়ারীর জেল-জরিমানা


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই জুলাই ২০২০ সন্ধ্যা ০৭:৪৬

remove_red_eye

৯৮৮

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে ৫ জুয়ারীকে জেল জরিমানা করেছে ভ্যাম্যমান আদালত। শুক্রবার গভীর রাতে পুলিশ তাদের আটক করে। শনিবার সকালে তাদের মধ্যে ৪ জনকে ১ মাস করে কারাদন্ড ও এক জনের কাছ থেকে ১০০ টাকা জরিমান আদায় করে ভ্রাম্যমান আদালতের বিচারক বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী।

সাজাপ্রাপ্তরা হলেন, মোঃ বাবুল (৪০) মোঃ নুর নবী (৩০), মোঃ শাহ আলম (৪৫), মোঃ ইসমাইল (৩৫), মোঃ ইকবাল (১৬)। এরা সকলেই উপজেলার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।

বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক জানান, শুক্রবার রাত ২টায় উপজেলার বড়পাতা ৫নং ওয়ার্ডের ভূট্টু মেম্বারের ব্রিক ফিল্ডের পাশে দোকান জুয়া খেলা অবস্থায় পুলিশ সেখান থেকে ৫ জুয়ারীকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক তাদের মধ্যে ইকবালকে ১০০ টাকা জরিমান করে বাকি ৪ জনকে ১ মাস করে কারা‌