অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


"মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ভোলায় ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ"


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:১৪

remove_red_eye

১০৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : রাজধানী ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ায় লাল চাঁদ মিয়া ওরফে সোহাগ নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিকেলে শহরের হাটখোলা জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে কালিনাথ রায়ের বাজার, বাংলাস্কুলল মোড় হয়ে নতুন বাজারে গিয়ে শেষ হয়।
এ সময় মিছিলে ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘পাথর মেরে মানুষ খুন, বিএনপির মহাগুণ’, ‘৯ মাসে দুইশো খুন, বিএনপির মহাগুণ’, ‘মিটফোর্ডে হত্যা কে নো তারেক রহমান জবাব দে, বিএনপির সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান, আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই, আবু সাঈদ-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, সহ নানা প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে ভোলা জেলা শহর।
সমাবেশ থেকে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, মিটফোর্ডে যেভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যা করেছে তা কোনো বিবেকবান মানুষ সহ্য করতে পারে না। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে নতুন করে ঘৃণার ইতিহাস রচনা করেছে বিএনপি। ২৪-এর গণঅভ্যুত্থানের পরে নব্য ফ্যাসিস্ট বিএনপি যেভাবে চাঁদাবাজি, দখলবাজী, সন্ত্রাসী ও হত্যাকান্ডে লিপ্ত হয়েছে; ক্ষমতা পাওয়ার আগেই তাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে।
তারা আরো বলেন, আওয়ামী লীগের শাসনামলে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল চার দেয়ালের মধ্যে, তা দেখা যায়নি। কিন্তু ব্যবসায়ী সোহাগকে মিটফোর্ডে জনসম্মুখে পাথর মেরে হত্যা করার পর লাশের ওপর নৃত্য করা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। ক্ষমতায় আসার আগেই যারা ক্ষমতার দাপট দেখাচ্ছেন, শেখ হাসিনা গিয়েছে যে পথে আপনারা যাবেন সে পথে। প্রয়োজনে নব্য ফ্যাসিস্টকে বিদায় করতে ফের আন্দোলনে নামতে বাধ্য হবে বাংলার জনগণ।
বিক্ষোভ মিছিল শেষে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মামুন বিন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আদনান, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক শরীফ বিন রফিক, ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সহ-সভাপতি মারুফ, ইসলাম ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শূরা সদস্য আবু জাফর, ইসলামী ছাত্র আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাহমুদুল হাসান প্রমূখ।