অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় বাল্য বিয়ের অপরাধে বর ও কনের পিতা-দুলাভাইয়ের করাদণ্ড


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১১ই জুলাই ২০২০ বিকাল ০৩:৫৮

remove_red_eye

৯৩৩

অচিন্ত্য মজুমদার: জেলার চরফ্যাসন উপজেলায় বাল্য বিয়ের অপরাধে বর ও কনের পিতা দুলাভাইকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার রাত ১২ টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে।

করাদণ্ড প্রাপ্তরা হলেন, বর মো: রাকিব, কনের পিতা মো: আইয়ুব আলী ও কনের দুলাভাই আবু হানিফ।

চরফ্যাশন উপজেলা প্রশাসন সূত্র জানায়, স্থানীয় ব্যবসায়ী মো: আইয়ুব আলীর কন্যা মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী (১৪) এর সাথে একই এলাকার মো: নুরুল ইসলামের ছেলে মো: রাকিব (২২) এর সাথে গত রাতে বিয়ে হয়। রাতে মেয়ের বাড়িতে খাওয়া-দওায়ার আয়োজন চলছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে ঐ এলাকার চান্দু মহাজন বাড়িতে ইউএনও’র নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় বাড়ির অন্য সদস্যরা পালিয়ে গেলেও বর, কনের পিতা ও কনের দুলাভাইকে আটক করে পুলিশ।

পরে ভ্রাম্যমান আদালতের বিচারক চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন বর মো: রাকিবকে দুই বছর, কনের পিতা মো: আইয়ুব আলীকে এক বছর ৬ মাস ও কনের দুলাভাই আবু হানিফকে ৬ মাসের করাদণ্ড দেন।