অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানের সড়ক পাকা না হওয়ায় ধান রোপণ করে অভিনব কায়দায় প্রতিবাদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৫ বিকাল ০৪:২৯

remove_red_eye

১০৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলায় ৫ কি.মি. কাঁচা রাস্তা পাকাকরণের  দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এ সময় সড়ক পাকা না হওয়ায় ধান রোপণ করে অভিনব কায়দায় প্রতিবাদ করেছে এলাকাবাসী। শুক্রবার বিকালে দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় স্থানীয় কয়েক শতাধিক  বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
এ সময় প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে  বক্তব্য রাখেন,পল্লী চিকিৎসক আতিকুর রহমান,এডভোকেট সাদ্দাম হোসেন, মো.রাজীব,মাদ্রাসার শিক্ষক  আশরাফ ফারুক, জসিম উদ্দিন হাওলাদার, বজলুর রহমান নসু, রফিকুল ইসলাম, মাওলানা ইউনুস, হাফেজ হাসান শরীফ ও মাওলানাআওলাদ,লিটন,শফিক,পারভেজ ,নুর উদ্দিন আতিকুর রহমান সুমন, পারভেজ প্রমুখ।
এসময় স্থানীয়রা জানান, ভোলা জেলার দৌলতখান ও বোরহানউদ্দিন থানার অন্তর্গত দক্ষিণজয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বাবলু মাঝির দোকান থেকে শুরু করে কুতুবা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ দীর্ঘদিন যাবৎ একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা ব্যবহার করে আসছে। এই রাস্তাটি দুই ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশকে সংযুক্ত করেছে, এবং প্রতিদিন শত শত মানুষ বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, দিনমজুর, নারী ও শিশু ও সাধারণ জনগণ এই রাস্তা ব্যবহার করে থাকেন। এই রাস্তাটি চতুরমুখী রাস্তা। মানিকা, জয়া, বোরহানউদ্দিন এবং নদিরপাড় হয়ে সর্বদিক থেকে চলাচলের উপযোগী রাস্তা। এই ২টি গ্রামে পায় ৪৫-৫০ হাজার লোক বসবাস করে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার ছেলে-মেয়ে স্কুল-কলেজ-মাদ্রাসায় আসা-যাওয়া করে থাকেন।
দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে রাস্তাটি সংস্কার করা হয়না। ফলে বর্ষা মৌসুমে রাস্তাটি কর্দমাক্ত ও চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ে। এতে যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি রোগী পরিবহন ও পণ্য পরিবহনেও মারাত্মক সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবির পরও রাস্তাটি পাকাকরণ হয়নি।  সাধারণ জনগণ একাধিকবার নিজেদের অর্থায়নে রাস্তাটি মেরামত করেন কিন্তু এতো লোকের চলাচলের কারণে রাস্তাটি বেহাল দশায় উপনীত হয়েছে। এমনকি জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে দুর্ঘটনার ঘটনা ঘটে। সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে।এসময় বক্তারা অবিলম্বে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি পাকা করার  জোর দাবি জানান।