অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের ৭ যাত্রী জীবিত উদ্ধার


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১০ই জুলাই ২০২০ সন্ধ্যা ০৭:০৯

remove_red_eye

৭৫৮

অচিন্ত্য মজুমদার: ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর চরকাঞ্চন এলাকায় ৭ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ডের একটি দল ওই ৭ জনকে নদী থেকে জীবিত উদ্ধার করে।

উদ্ধারকৃতরা হলেন- মো: জহির, রমজান আলী, মো: মাইনুদ্দিন, সাদিয়া, সিরাজ, শাজাহান ও সোহাগ। এরা সকলেই চড় মোজাম্মেলের বাসিন্দা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা লেঃ মাহাবুবুল অালম শাকিল জানান, সকালে সাড়ে ১১টার দিকে জহির মাঝির একটি ট্রলার চর মোজাম্মেল থেকে ৭ জন যাত্রী নিয়ে তজুমুদ্দিনের উদ্দেশ্যে যাত্রা করে। পথে মেঘনা নদীর চরকাঞ্চন এলাকায় এলে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এসময় খবর পেয়ে তজুমুদ্দিন কোস্টগার্ডের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া ট্রলারের ৭ যাত্রীকে জীবিত উদ্ধার করে।

পরে উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।