অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে বিএনপির দলীয় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:১৭

remove_red_eye

৩২৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভোলার দৌলতখান উপজেলায় বিএনপির দলীয় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকালে  ভোলা- ২ আসনের সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম আনুষ্ঠানিক ভাবে দলীয় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিএনপিতে নতুন সদস্য হিসেবে যোগ দেয়া ছেলে-মেয়েদের ফুলেল সংবর্ধনার মধ্য দিয়ে তাদের বরন করে নেন ।এসময় দৌলতখান উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 এ সময় প্রাধন অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম  বলেন,হাসিনা সরকার পতনের পর আমরা গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচনের পূর্ব মূহুর্তে অনেক ধরনের প্রপাগন্ডা, মিথ্যা প্রচার হবে।নির্বাচনে প্রার্থী হিসেবে সম্ভাব্য যারা অংশগ্রহণ করবেন তাদের এবং তাদের দলকে কিভাবে বিতর্কিত করা যায় এ জাতীয় অনেক ষড়যন্ত্র হবে।যার প্রমান, গত রবিবার জনৈক সেলিম নামে এক ব্যাক্তি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গিয়ে আমার নামে ভূয়া ও মিথ্যা অভিযোগ করেন।যেটি সম্পূর্ণ মিথ্যা। এর আগে সে ব্যাক্তি কখনো আমার কাছে আসে নি।ভোলা-২ আসনের ভোটারও নন তিনি । তাকে কেউ না কেউ এ কাজে উদ্বুদ্ধ ও ব্যবহার করেছে বলে মনে করেন তিনি।তাই সকলকে সতর্ক থেকে দলের জন্য কাজ করতে হবে।