অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে নারীকে ধর্ষণের পর ভিডিও ধারণের মামলার দুই আসামি গ্রেফতার


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০৯

remove_red_eye

১৯১

ফখরে আজম পলাশ, তজুমদ্দিন: ভোলার তজুমদ্দিন উপজেলায় এক বিধবা নারীকে  ধর্ষণের পাশাপাশি মুঠোফোনে ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখানোর ঘটনায়  দায়ের করা মামলার অভিযুক্ত দুই আসামি গিয়াসউদ্দিন ও রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে জেলার লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলার দুটি চর এলাকা থেকে তাদের আটক করা হয়।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান জানান, লালমোহনের চর কচুয়া থেকে রাসেলকে ও বোরহানউদ্দিন উপজেলার চর লতিফ থেকে গিয়াস উদ্দিনকে আটক করা হয়। আজ মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে ধর্ষণের শিকার ভুক্তভোগী গৃহবধূর কে  সোমবার ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে  মেডিকেল পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পরিবার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য,গত ১০ জুন রাতে টয়লেটে যাওয়ার সময় গিয়াসউদ্দিন  বিধবা নারীকে  জোরপূর্বক ধর্ষণ করে এবং রাসেল মুঠোফোনে সেই ভিডিও ধারণ করে। এরপর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখালে গত রোববার রাতে তজুমদ্দিন থানায় ভুক্তভোগী ওই গৃহবধূর ভাই বাদি হয়ে গিয়াসউদ্দিন ও রাসেলকে আসামি করে মামলা দায়ের করেন।
এর আগে গত সোমবার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুরে স্বামীকে রাতভর নির্যাতনের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তজুমদ্দিন থানায় মামলা হয়। মামলায় শ্রমিক দল, যুবদল ও কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীসহ সাতজনকে আসামি করা হয়।