অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় বৃদ্ধ অটোরিকশা চালককে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০৫

remove_red_eye

১৭০

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলার ঘুইংগারহাট এলাকায় ধাড়ালো আস্ত্রের আঘাতে আব্দুল মতবল ফরাজি (৭০)  নামের এক অটোরকিশা চালক নির্মম ভাবে হত্যা করা হয়েছে। সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৮ টায় সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের রেবা রহমান কলেজ সংলগ্ন সড়কে দূবর্বৃত্তদের ছুরিকাঘাতের ঘটনা ঘটে। রাত ৯ টায় সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মতল সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের ফরাজী বাড়ির আবদুল মুনাফের ছেলে। তবে এই হত্যাকাণ্ডের কারণ এখনো জানা সম্ভব হয়নি। পুলিশ মঙ্গলবার পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। এদিকে দুপুরে নিহতের মরদেহ তার বাড়িতে নিয়ে গিলে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি। স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এসময় তাদের আহাজাড়িতে পরিবেশ ভারি হয়ে ওঠে।

নিহতের স্বজনরা জানান, অটোরিকশা চালক মতলব ফরাজি সোমবার বৈরী আবহাওয়ার মধ্যে রাত ৮টায় ঘুইংগারহাট থেকে যাত্রী নিয়ে গজারিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। রেবা রহমান কলেজের পাশের রাস্তা দিয়ে কিছুদুর গেলে হামলার শিকার হন। হামলাকারীরা ধাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় ডাক চিৎকার শুনে এলাকাবাসী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে যাত্রীদের পাওয়া যায়নি। স্বজনদের অভিযোগ অটোরিকশা ছিনিয়ে নেয়ার জন্য তাকে হত্যা করা হতে পারে। তবে রিকশায় থাকা যাত্রীদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায় নি। নিহতের ছেলে জানান, তার দুটি প্রতিবন্ধী বোন রয়েছে। ১০/১২ জনের সদস্যের পরিবারে তিনি অটো রিকশা চালিয়ে আয় করে সংসার চালাতেন। এলাকায় তার কোন শত্রু ছিল না।

 এদিকে ঘটনার পর পরই খুনের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করছে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনা তদন্ত করছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।দোষীদের চিহ্নিত করে আইনী ব্যবস্থা নেয়া হবে। তবে এখনো কেউ আটক হয়নি।