অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে গৃহবধূ ধর্ষণ: অভিযোগ আওয়ামী'লীগের দুই কর্মীর বিরুদ্ধে


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জুলাই ২০২৫ রাত ০৮:৩০

remove_red_eye

২৫২

ফখরে আজম পলাশ, তজুমদ্দিন : ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় আবারও নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার চাঁচড়া ইউনিয়নে গভীর রাতে স্থানীয় আওয়ামী'লীগের দুই কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।

রোববার (৬ জুলাই) ভুক্তভোগী নারীর বড় ভাই মোঃ জোটন বাদী হয়ে তজুমদ্দিন থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, স্থানীয় আবুল কালামের ছেলে আওয়ামীলীগ কর্মী গিয়াসউদ্দিন (৩৫) ও মোঃ আলমের ছেলে আওয়ামীলীগ কর্মী মোঃ রাসেল (২৬)। ধর্ষণের শিকার নারী জানান, গত ১০ জুন ঘটনার সময় আমার আম্মু নানু বাড়ি ছিলেন। আমার ছেলেকে নিয়ে ঘরে ছিলাম। রাতে আমি বাথরুমে গেলে বের হওয়ার সময় রাসেল এবং গিয়াস উদ্দিন আমার মুখ চেপে ধরে। এরপর গিয়াস উদ্দিন আমাকে নির্যাতন (ধর্ষণ) করছে আর রাসেল সামনে থেকে ভিডিও করে। পরে রাসেল আমাকে নির্যাতন করতে চাইলে আমি ঝাপটা মেরে তাদেরকে সরিয়ে ঘরে চলে যাই। ওই নারী বলেন, আমি মান-সম্মানের দিকে তাকিয়ে কাউকে কিছু বলি নাই। কিন্তু এরপর আমি রাস্তাঘাটে বের হলে রাসেল আর গিয়াস উদ্দিন আকার ইঙ্গিতে বলে তুই আমাদের সাথে হাত না রাখলে তোর ভাইকে আমরা গাঁজা দিয়ে পুলিশে ধরিয়ে দিব। তোকে মেরে ফেলব। তোর এই ছবি ফেসবুকে ছেড়ে দিব। আমাকে খুব বিরক্ত করছে। আমি এর বিচার চাই।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মহাব্বত খান বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও উল্লেখ করেন তিনি।