অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় আরো ১২ জনের শরীরে করোনা শনাক্ত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২০ রাত ০১:২৭

remove_red_eye

৭৮০

হাসিব রহমান:  ভোলায় নতুন করে আরো ১৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৭ জনে। নতুন করে আরো ১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৫৭ জন সুস্থ্য হয়েছেন।  নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৬ জন, বোরহানউদ্দিনে ৩ জন, তজুমদ্দিনে ৩ জন রয়েছে। মঙ্গলবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর এতথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৩৫৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৫১ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১৬১ জনের মধ্যে সুস্থ ৭৬ জন। দৌলতখানে আক্রান্ত ২৭ জনের মধ্যে সুস্থ ৮ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৪৬ জনের মধ্যে সুস্থ ২১ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৩ জন, লালমোহনে আক্রান্ত ৩৮ জনের মধ্যে সুস্থ ১৭ জন, চরফ্যাশনে আক্রান্ত ৪৩ জনের মধ্যে সুস্থ ২৩ এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ৯ জন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৪ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।

 

সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা জেলায় ৩৮৮২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৩৬৮৫ জনের। এছাড়া ১৯৭ জনের রির্পোট এখনো অপেক্ষমান আছে। অপরদিকে  নতুন করে আরো  ৯  জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৫০৬৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো।  এর মধ্যে ৪৮০৮ জনের হোম কোয়ারেন্টাইন সমাপ্ত হয়েছে। বর্তমানে আছে ২৫৬ জন।  আইসোলেশনে আছে ১৫ জন।





আরও...