অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় হাঁসের ডিমের পরিবর্তে মুরগির ডিম দেয়ায় দোকানে হামলা পিটিয়ে কুপিয়ে জখম , আহত -২


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জুলাই ২০২৫ রাত ০৮:৪১

remove_red_eye

১৬৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলায় হাঁসের ডিমের পরিবর্তে মুরগির ডিম দেয়ায় একটি দোকানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ডিমের দোকানের স্টাফ জুনায়েদ আহমেদ কে পিটিয়ে ও কুপিয়েসহ দুই জনকে আহত করা হয়। পরে গুরুতর একজনকে  স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সোমবার রাতে ভোলা শহরের মদনমোহন মন্দিরের সামনে বাজার এলাকায় ঘটনা ঘটে।  দোকান মালিক অভিযোগ সন্ত্রীরা  তাদের স্টাফ কে মারধর করে  কয়েকশ   ডিম  ভাংচুর করে।  এদিকে এ  হামলার ঘটনা সিসি ক্যামেরার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যায় । তবে এই ঘটনায়  জিজ্ঞাসাবাদে জন্য একজন কে আটক হয়েছে।
স্থানীয় লোকজন জানায়, ডিম কিনতে আসা এক ব্যক্তিকে  হাঁসের ডিমের পরিবর্তে মুরগির ডিম দেয়ায় ক্ষিপ্ত হয়ে। পরে কয়েকজন  নিয়ে এসে  দোকানে হামলা চালায় এবং ভাঙচুর করে। এসময় দোকানের স্টাফদের কে বেধরক মারধর করে। 
ডিমের দোকানের মালিক মোস্তফা সোওদাগর ও আহত স্টাফ জানায়, সোমবার রাত ৮ টার দিকে  জহির নামের এক ক্রেতা ডিম কিনকে আসছে দোকানে। দোকানের বিক্রেতার কাছ থেকে ১০ পিচ চায়। কিন্তু কোন ডিম তা বলে নি। তখন মুরগির ডিম দেয়া হয়। কিন্তু ক্রেতা এতে ক্ষিপ্ত হয়ে বলে তিনি হাঁসের ডিম চেয়েছিলেন। তখন বিক্রেতা পাল্টে দিলোও  দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি চলে যান । কিছুক্ষণ পরে  ওই ব্যক্তি কয়েকজন সন্ত্রাসী নিয়ে দোকানে ভিতরে ঢুকে  হামলা চালায়ি দোকানে কর্মচারী জুনায়েদ আহমেদসহ দুই জনকে বেধরক পিটিয়ে মারধর করে ও এক জনকে চাকু দিয়ে কুপিয়ে জখম করে। এতে জুনায়েদ আহমেদ গুরুত্বর আহত হন। এদিকে হামলার চিত্র সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়।
এই ঘটনায়  দোকানের  অর্ধলক্ষাধিক টাকার ডিম নষ্ট  হয় বলে জানান দোকানের মালিক। 
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো.হাচনাইন পারভেজ সাংবাদিকদের জানান,দোকানে ডিম কিনাকে কেন্দ্র করে ঘটনার  সূত্রপতা হয়।  এ ঘটনায়  আমরা দোকানের সিসি ফুটেজ সংগ্রহ করেছি। তা দেখে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে। সিসি ক্যামেরার ভিডিও দেখে একজন কে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে।