অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


আমার এলাকায় কাউকে দুর্নীতি করতে দেব না – এমপি মুকুল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০১৯ রাত ১০:২৮

remove_red_eye

৯৩৭

বোরহানউদ্দিন প্রতিনিধি : প্রধানমন্ত্রীর দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন আমি নিজে দুর্নীতি করিনা, আমার নির্বাচনীয় এলাকায় কাউকে দুর্নীতি করতে দেবনা। আজ সোমবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় এমপি মুকুল আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ: বাংলাদেশ ছাত্রলীগ হবে একটি কলঙ্ক মুক্ত সংগঠন। অতীতের সকল কলঙ্ক ধুয়ে-মুছে জাতির পিতার হাতে গড়া সংগঠনটির পূর্বের ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে হবে। এ সংগঠনে কোন সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ ও মাদকসেবীর আশ্রয় হবে না। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সম্পাদকের অব্যহতি প্রদানের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, তার নির্বাচনীয় এলাকায় ছাত্রলীগের কোন নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাকে সাথে সাথে সংগঠন থেকে বহিষ্কার করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মিথিল চৌধুরীর সভাপত্বিতে সম্মেলনে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আযাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, সম্পাদক ও পৌর মেয়ার মোঃ রফিকুল ইসলাম, সাচড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মহিবুল্যাহ মৃধা, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক মজিবুল্যাহ পলাশ, পৌর ছাত্রলীগ সভাপতি আবদুল্যাহ আল মামুন, সম্পাদক হাসান মুন্না প্রমূখ। পরে সাচড়া ইউনিয়ন সম্মেলনে সিহাব মৃধাকে সভাপতি ও রিপন মৃধাকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য পূর্ণঙ্গ ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।