অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় সাপের দংশনে বৃদ্ধের মৃত্যু


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে জুন ২০২৫ রাত ১১:১৩

remove_red_eye

১৬৩

মনপুরা প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা সাপের দংশনে এক বৃদ্ধের মৃত্যু হয়। রবিবার রাত সাড়ে ১২টায় মনপুরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয় বলে জানান আবাসিক চিকিৎসক ডাঃ আশিকুর রহমান অনিক। এর আগে রাত ৯টায় উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের হাজীরচর গ্রামে ওই বৃদ্ধের বাড়িতে সাপে দংশন করে।
জানা যায়, ইউনুস ব্যাপারী এশার এর নামাজ আদায় করে নিজ ঘরের বিছানায় শুয়ে ছিলেন। হঠাৎ তার প্রকৃতির ডাকে সাড়া দিতে জুতা পায়ে দেওয়ার সময় সাপ দংশন করে। পরে পরিবারের লোকজন সাপটিকে মেরে পেলেন। পরে তাকে মনপুরা হাসপাতালে এনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বৃদ্ধ হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাজীরচর গ্রামের বাসিন্দা ইউনুচ ব্যাপারী। তিনি উপজেলা হেফাজত ইসলামের সদস্য সচিব মাও. সিহাব উদ্দিনের পিতা।
মনপুরা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান অনিক সাংবাদিকদের জানান, ওই বৃদ্ধাকে সাপে কাটার পর স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তবে যে সাপটি কামড় দিয়েছে সেই সাপটি তেমন বিষাক্ত নয় । তিনি আতংকি হয়ে মারা গেছেন