অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় যুব সংহতির পৌর ৫নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জুন ২০২৫ রাত ০৮:৫১

remove_red_eye

১৫৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বাংলাদেশ জাতীয় যুব সংহতির পৌরসভা ৫নং ওয়ার্ডে নতুন কমিটি গঠন উপলক্ষে ওয়ার্ড সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন (শুক্রবার) সন্ধ্যায় হোমিও কলেজ মোড় সংলগ্ন এলাকায় ওয়ার্ড যুব সংহতির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় পার্টি ভোলা পৌর ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হাই সিকদারের সভাপতিত্বে ও পৌর যুব সংহতির আহবায়ক মাহিদুর রহমান শুভ ও সদস্য মো. হানিফ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম। পৌর বিজেপির সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন জসিম।
উপস্থিত ছিলেন জেলা যুব সংহতির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী টিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, আবু তাহের, আলাউদ্দিন বাবুল, ইয়াসিন আরাফাত বাবু, মীর শাওন, মো. হোসেন সিকদার, সদস্য ইসমাইল হোসেন আরিফ, সুধাংশু শিখর, পলাশ মাতাব্বর প্রমূখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন পৌর যুব সংহতির আহ্বায়ক মাহিদুর রহমান শুভ এবং সদস্য মো. দুলাল, মো. সোহেল, মো. সিরাজ, রুবেল, মিজান, রবিউল ইসলাম রবু, মো. হানিফ, জাকির, আকবর পাভেল ও অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থই ভোলার প্রকৃত প্রতিনিধি। তাঁর নেতৃত্ব ছাড়া ভোলার উন্নয়ন বা দীর্ঘদিনের সমস্যা সমাধান সম্ভব নয়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসন থেকে তাঁকে নির্বাচিত করাই আমাদের প্রধান লক্ষ্য। তারা আরও বলেন, যুব সমাজকে ঐক্যবদ্ধ রেখে দেশপ্রেম, নৈতিকতা ও আদর্শিক রাজনীতির মাধ্যমে একটি শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলার বিকল্প নেই। অনুষ্ঠান শেষে ৫নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয় যুব সংহতির নতুন ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।





আরও...