অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরার কলাতলীতে ২১ জন গুনী ব্যক্তিকে সন্মাননা প্রদান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে জুন ২০২৫ রাত ১০:২১

remove_red_eye

৩৩১

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলা জেলার মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নে কোস্ট ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির সন্মাননা অনুষ্ঠান হয়েছে।
কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায়  শুক্রবার (২৭ জুলাই )  সকাল ১০ টায় কলাতলী ইউনিয়নের  সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন কার্যালয়ে ইউনিয়নের ৫ জন  শ্রেষ্ঠ প্রবীণ , ৫ জন শ্রেণ্ঠ সন্তান, ১ জন কৈশোর কার্যক্রমের মেন্টর , ৫ জন যুব  পুরুষ সদস্য ,৫ জন যুব নারী সদস্য সহ মোট ২১ জনকে সন্মাননা প্রদান করা হয় ।সন্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাকালু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রশিদ । সভায় সন্মাননা অনুষ্ঠানে উপস্থিত ক্ষেত্রে সকলে আগামী দিনের জন্য কলাতলী ইউনিয়ন কে এগিয়ে নেওয়ার জন্য নিজ নিজ কমিটমেন্ট ব্যাক্ত করেন ।
সন্মাননা অনুষ্ঠানে যাদের সন্মাননা প্রদান করা হয়েছে শ্রেষ্ঠ প্রবীণ সন্মাননা প্রদান করা হয়েছে  মো: কাঞ্চন মিয়া,আলহাজ্ব আবদুর রশিদ মাস্টার ,অবদুল হাই,ননী গোপাল দাস, নিজাম উদ্দিন সাহেদ শ্রেষ্ঠ প্রবীণ নারী নাছিমা বেগম, শ্রেণ্ঠ সন্তান মো: শাওন, মো: জিহান,মো: রবিন, মো: আরিফ য়ুব পুরুষ মো: আকরাম, মো: সোহাগ ,সোহেল, রায়হান কৈশোর কর্মসূচির মেন্টর সন্মাননা প্রদান করা হয়েছে আশা রানী দাস, যুব নারী সন্মাননা প্রদান করা হয়েছে তাছলিমা,সানজিদা আক্তার,চাঁদনী,কানিজ ফাতেমা,রাবেয়া বেগম কে । সন্মাননা প্রাপ্তগণ বলেন কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের সকলকে ভালো কাজে উৎসাহিত করা হচ্ছে ।আমরা সকলে ভালো কাজে যুক্ত থাকব । সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক আলামিন কে ক্রেস্ট প্রদান করা হয় ।উক্ত সন্মাননা অনুণ্ঠান পরিচালনা করেন কোস্ট ফাউন্ডেশনের মো: ফজলুল হক সহযোগীতায় ছিলেন অবদুল সালাম –স্বাস্থ্য কর্মকর্তা ।