অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫ শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৪২

remove_red_eye

২৭৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা সদর উপজেলা চত্বরে আজ মঙ্গলবার (২৪ জুন) তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫ এর উদ্বোধন হয়েছে। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শরিফুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. শামীম আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক।
মেলায় বাণিজ্যিক ও উচ্চমূল্যের ফল, দেশীয় অপ্রচলিত ও বিলুপ্তপ্রায় ফল, প্রচলিত দেশি ফল, কৃষি উপকরণ প্রদর্শনী, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পণ্য প্রদর্শনী এবং নার্সারি নিয়ে মোট আটটি স্টল অংশগ্রহণ করেছে। এই মেলা কৃষক, উদ্যোক্তা এবং দর্শনার্থীদের জন্য দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি কৃষি উন্নয়ন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।
মেলাটি ২৪ জুন থেকে ২৬ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০ থেকে বিকের ৫ পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। স্থানীয় কৃষক ও কৃষি উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং দেশীয় ফলের প্রচার ও প্রসারে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।