অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় ৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুন ২০২৫ রাত ১০:৩৩

remove_red_eye

১৩৩



বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ দ্বীপ জেলা ভোলায়  ২৪ ঘণ্টায় সোমবার পর্যন্ত নতুন করে ৫ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। 
ভোলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে তজুমদ্দিন ও মনপুরা সহ মোট ভর্তি রয়েছে ৭ জন। ভোলা জেলায় চলতি মৌসুমে মোট ৫৮ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৫১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। তবে আক্রান্ত কোন রোগীর মৃত্যু হয় নি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে,ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য তাদের হাসপাতালে একটি আলাদা ওয়ার্ড খেলা হয়েছে।এখানে ডেঙ্গু রোগীদের সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।