অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলার ভেদুরিয়ায় নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলো জামায়াত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুন ২০২৫ রাত ০৮:৫০

remove_red_eye

১২৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা একটি প্রধান রাস্তার সংস্কার কাজ হাতে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৩ জুন) সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ও জনসেবার মানসিকতা নিয়ে এ রাস্তাটি সংস্কার করেন তারা।
জানা গেছে, ভোলার ভেদুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চলাচলের অনুপযোগী হয়ে পড়া রাস্তাটি এলাকাবাসীর দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে বর্ষা মৌসূমে এই রাস্তায় পানি জমে চলাফেরা সম্পূর্ণ বন্ধ হয়ে যেত। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ জনগণের কল্যাণে এগিয়ে আসেন। সংস্কার কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন ভেদুরিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ হাসনাইন। সঙ্গে আছেন সেক্রেটারি ডা. বজলুর রহমান এবং অর্থ সম্পাদক মেজবাহ উদ্দিন ফিরোজ। ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরাও এই কাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে। ইট ও মাটি দিয়ে সড়কটির সমতল ও মজবুতকরণ কাজ চলমান রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত অগ্রগতিও লক্ষ্য করা যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা জানান, রাস্তাটি দীর্ঘদিন যাবৎ চলাচলের অযোগ্য ছিল। এখন সংস্কারের কাজ শুরু হওয়ায় আমরা খুবই উপকৃত হচ্ছি। জামায়াত যে এই দিকটি গুরুত্ব দিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা বিশ্বাস করেন-মানুষের পাশে থাকা, মানবিক কাজে অংশ নেওয়া এবং সমাজের প্রয়োজনে বাস্তব পদক্ষেপ নেওয়াই একটি আদর্শ রাজনীতির মূল প্রতিচ্ছবি। ভেদুরিয়ায় এই রাস্তা সংস্কার প্রকল্প প্রমাণ করে জামায়াত কথায় নয়, কাজে প্রমাণ করে দেখিয়েছে। জনকল্যাণমূলক এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সচেতনতা ও মানবিক দৃষ্টিভঙ্গির একটি কার্যকর উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।