অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় কাব কার্ণিভাল অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুন ২০২৫ রাত ০৮:২৭

remove_red_eye

২৩৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশের স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় দেশব্যাপী সকল উপজেলায় কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। স্ব স্ব উপজেলায় ২৩জুন (সোমবার) একযোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১১.৩০মিনিটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুছ। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ভোলা সদর উপজেলার কাব কার্ণিভাল উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন  বরিশাল অঞ্চলের মনিটরিং টিমের সদস্য পারভিন আক্তার এলটি, বরিশাল অঞ্চলের উপকমিশনার এবং মনিটরিং টিমের সদস্য মোঃ মনিরুল ইসলাম এএলটি, মনিটরিং টিমের সদস্য সেলিনা আক্তার উডব্যজার, ও নাহিদ মোর্শেদা মিশু এএলটি। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা স্কাউট সম্পাদক হাসাম মিজানুর রহমান মিঠু, জেলা স্কাউট কমিশনার আবু তাহের। সদর সম্পাদক মেহেদী হাসান, কমিশনার মোঃ সিদ্দিক  কোষাধ্যক্ষ  একে এম মুসা কালিমুল্লাহ, যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান,কাব লিডার ও স্কাউট লিডার সহ স্কাউট কর্মকর্তা শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ দিনব্যাপী প্রোগ্রামে অংম নেয়।

সকাল সাড়ে আটটায় রেজিস্ট্রেশনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাবৃত্ত আকারে দাড়িয়ে গ্রান্ড ইয়েল দেয়। জাতীয সংগীত, প্রার্থনা সংগীত, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাব কার্নিভালের শুভ সূচনা ঘটে। 

এরপর কয়েকটি স্টেশনে ভাগ করে স্টেশন মাস্টারের পরিচালনায় কিছু খেলার আযোজন করা হয়। 

তীর নিক্ষেপ, বালতিতে বল নিক্ষেপ,মাছ শিকার রিং ছোড়া প্রভৃতি খেলা নির্ধারিত ছিলো। একজন রাজা ও তার মন্ত্রী পরিষদ ষ্টেশন গুলো পরিদর্শন করেন।

দুপুরে খাবার ও নামাজ বিরতির পর নির্ধারিত তাুবুজলসার আয়োজন করা হয়। বিজয়ীদের পুরস্কার ও অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রতি উপজেলায় কমপক্ষে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের মধ্য দিয়ে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়।