অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে জুন ২০২৫ রাত ০৮:১১

remove_red_eye

২৬১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্লাস্টিক দূষণরোধ, বৃক্ষরোপণ এবং জনসচেতনতামূলক নানা কর্মসূচির মাধ্যমে ভোলায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালিত হয়েছে। এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো "প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়"। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়, বৃক্ষ রোপন, র‌্যালি, গাছের চারা বিতরন , কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন, ২০২৫) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ‘স্মার্ট পোলট্রি ও স্মার্ট ফিশারিজ’ প্রকল্পের আওতায় উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ভেদুরিয়া জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনিস্টটিউটের হলরুমে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মো. শরীফুল হক। ভেদুরিয়া মডেল পরিবেশ ক্লাবের সভাপতি ওলিউল্লাহ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোলা মিয়া, ভোলা সদর থানার অফিসার ইনচার্জ আবু সাহাদাত মো. হাসনাইন পারভেজ, জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এবং পরিচালক (লিগ্যাল, অ্যাডভোকেসি ও প্রোগ্রাম) অ্যাডভোকেট বীথি ইসলাম। বক্তারা পরিবেশ সুরক্ষায় ব্যক্তিগত ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক গোপাল চন্দ্র শীল। এ সময় সংস্থার সহকারী পরিচালক তরুণ কুমার পাল সহ সংস্থার কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়, যা ব্যাংকের হাট  বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আয়োজনের অন্যতম অংশ হিসেবে ব্যাংকের হাট বাজার এলাকায় প্লাস্টিকসহ বিভিন্ন ক্ষতিকর বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে বিভিন্ন পরিবেশ ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। একই সঙ্গে, পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয় এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
দিনব্যাপী আয়োজনের শেষে পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।