অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৯ই জুলাই ২০২৫ | ২৫শে আষাঢ় ১৪৩২


ভোলা সরকারি কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জুন ২০২৫ রাত ১২:২১

remove_red_eye

১০৭

মোঃ মুরাদ শিকদার : ভোলা সরকারি কলেজ মাঠে শুক্রবার এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ। “সুস্থ দেহে, সুস্থ মন দ্বীনের সেবা করতে এগিয়ে চলো”এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত এ ম্যাচে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদকসহ নানা নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখার লক্ষ্য ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজওয়ানুল হক। বিশেষ অতিথি ছিলেন ভোলা শহর শাখার সভাপতি জনাব আব্দুল্লাহ আল-আমিন। এছাড়াও কলেজ ও স্থানীয় শাখার নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং দর্শকরা মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা শহর শাখার সভাপতি জনাব আব্দুল্লাহ আল-আমিন। এ সময় কলেজ ও স্থানীয় শাখার নেতৃবৃন্দ, খেলোয়াড় এবং শিক্ষার্থীরা মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন “বর্তমান তরুণ প্রজন্ম মাদক, প্রযুক্তি আসক্তি ও অপসংস্কৃতির মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এসব থেকে বাঁচতে হলে খেলাধুলা ও শারীরিক অনুশীলনের কোনো বিকল্প নেই। সুস্থ দেহ ও মন ছাড়া দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করা সম্ভব নয়। খেলাধুলা মানসিক শক্তি, ধৈর্য ও নেতৃত্বগুণের বিকাশ ঘটায়।” বক্তারা আরও বলেন, আজকের এই ক্রীড়া আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয় ,বরং তরুণদের খেলাধুলার মাধ্যমে জীবনের মূলধারায় ফিরিয়ে আনার একটি সচেতন উদ্যোগ। কেবল পাঠ্যবইয়ের জ্ঞান নয়, জীবনগঠনে শারীরিক সুস্থতা ও নৈতিকতার চর্চাও অত্যন্ত জরুরি। এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করে এবং একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়া অপসংস্কৃতির বিকল্প কেবল সুস্থ বিনোদন আর গঠনমূলক চর্চা। প্রীতি ফুটবল ম্যাচে শহীদ ছোটন ও শহীদ নাহিদ গ্রুপের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে শহীদ ছোটন ৪-২ গোলে বজয় লাভ করেন।