অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৩৩

remove_red_eye

১৩৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময়  সড়ক দুর্ঘটনায় শাহানুর বেগম(৪৫) নামে এক নারী নিহত হ‌য়ে‌ছে। সোমবার বিকাল ৫টার দিকে ভোলা-চরফ‌্যাশন সড়কের কমরউদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শাহানুর বেগমের  বাড়ি ভোলা সদর উপ‌জেলার দ‌ক্ষিণ দিঘলদী ইউনিয়‌নের শা‌ন্তিরহাট এলাকায়।

‌পুলিশ ও নিহতের স্বজনরা সাংবাদিকদের জানান, সোমবার দুপুরে শাহানুর বেগম নিজ বাড়ি থেকে ছে‌লে-মেয়েদের নিয়ে ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের কমরউদ্দিন এলাকার তোফা‌য়েল কা‌জির বা‌ড়ি‌তে বোনের বাসায় দাওয়াত খে‌তে যান।  খাওয়া-দাওয়া শে‌ষে নি‌জের বা‌ড়ি যাওয়ার জন‌্য বো‌নের বা‌ড়ি থে‌কে রওয়ান দেন। বিকাল ৫টার দিকে ভোলা-চরফ‌্যাশন আন্ত: মহাসড়‌কের কমরউদ্দিন এলাকায় রাস্তা পার হওয়ার সময় হঠাৎ এক‌টি দ্রুতগামী তেলবাহী ট‌্যাংকার গাড়ি এসে তা‌কে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থ‌লেই নিহত হন শাহানুর বেগম।
বাংলাবাজার পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক(এসআই) মো. জামাল উদ্দিন সাংবাদিকদের  জানান, খবর পে‌য়ে তারা ঘটনাস্থ‌লে এসে তেলের ট‌্যাংকা‌র জব্দ করেছেন।  তবে ড্রাইভার ও হেলপার পালাতক র‌য়ে‌ছে।