অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০১৯ রাত ১০:৫২

remove_red_eye

৭৫০

জসিম রানা : ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের অব্যাহত মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ পুলিশের জালে আটকা পরেছে আলীনগর ইউনিয়নের আলোচিত মাদক ব্যবসায়ী আবদুল মানিক (৩৫)। পুলিশ সূত্রে জানাগেছে, রবিবার ১৪ অক্টোবর ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এনায়েত হোসেনের তত্ত¡াবধানে ও এসআই মনিরের নেতৃত্বে একদল পুলিশ ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে অভিযান চালায়। এসময় ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে আবদুল মানিক নামের এক মাদক ব্যবসায়ীকে ৪০ পিজ ইয়াবাসহ আটক করে। মানিক আলীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহে আলম বেপারীর ছেলে। পুলিশ সূত্রে আরো জানাগেছে, মানিক ভোলার মাদক পাচার সিন্ডিকেটের সদস্য। সে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষিপুর থেকে মাদক আমদানী করে ভোলার বিভিন্ন যায়গায় বিক্রি করত। তার বিরুদ্ধে থানায় পূর্বের মামলা রয়েছে। বর্তমানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি নতুন মামলা দায়ের করেছে পুলিশ।