বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই জুন ২০২৫ রাত ১১:৪১
১৯০
থানায় দুটি মামলা দায়ের গ্রেফতার-৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে পৃথক ঘটনায় বাক ও মানষিক প্রতিবন্ধী শিশু ও এক স্বামী পরিত্যাক্তা নারী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় তজুমদ্দিন থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এর মধ্যে এক মামলায় ৩ জন কে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহারে গৃহবধূ লিখেছেন, ধর্ষনের শিকার নারীর বাড়ি তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে। তাঁর মনপুরা উপজেলায় বিয়ে হয়। এক বাচ্চা হওয়ার পরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপরে মেয়েটির নীলফামারীর এক ছেলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম হয়। প্রেমের টানে শুক্রবার সে ছেলেটি তজুমদ্দিনে বেড়াতে আসে। মেয়েকে পছন্দ হলে বিয়ে করবে। বিয়ের আগে প্রেমিককে নিয়ে শুক্রবার বিকালের দিকে মেয়েটি মেঘনা নদীর তীরে ঘুরতে যায়। এ সময় তজুমদ্দিন উপজেলার একদল বখাটে ছেলে-মেয়ের পিছু নেয়। সন্ধ্যে হলেই বখাটেরা ছেলে ও মেয়ে আটক করে ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নিয়ে যায়। ছেলেটিকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে মেয়েটিকে একটি ঘরের মধ্যে নিয়ে গিয়ে রাতভর ধর্ষন করে। পরের দিন শনিবার সকালে ছেলেমেয়েকে ছেড়ে দিলে তাঁরা পুলিশের স্মরনাপন্ন হয়। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে জ্ঞাত-অজ্ঞাত মিলিয়ে ৯জনকে আসামী করে মামলা দায়ের করেছে। পুলিশ এ ঘটনায় ৩জনকে আটক করেছে। এবং মেয়েটিকে রবিবার ডাক্তারী পরীক্ষার জন্য ভোলার ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. মহব্বত খান বলেন, ওই নারী জ্ঞাত ৪, অজ্ঞাত আর ৪-৫জনকে আসামী করে শনিবার রাতে গণধর্ষণের মামলা দায়ের করেছে। এ ঘটনায় সুমনসহ ৩জন গ্রেফতার আছে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
অপর দিকে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের এক বাক ও মানষিক প্রতিবন্ধী শিশু(১৫)মামা কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুর মামার নাম বাদশা মিঞা(৬০)। এ ঘটনায় শিশুর মা বাদি হয়ে মামাকে আসামী করে তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেছে। শিশুটিকে পুলিশ উদ্ধার করে শনিবার রাত ১০টার দিকে ডাক্তারী পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে এসেছে।
সরেজমিন ভোলার ২৫০শয্যা বিশিষ্ট হাপাতালের জরুরী বিভাগে দেখা যায়, শিশুর সঙ্গে তাঁর মাবাবা ও পুলিশ এসেছে। তাকে ধরে রাখা হয়েছে। সে ঠিকমতো দাঁড়াতে পারছে না। শরীর কাঁপছে। এক সময় তাঁকে বাধ্য হয়ে বেডে শুইয়ে দেওয়া হয়।
বাবা-মা ও পুলিশ জানায়, ‘ঘটনাটি ঘটেছে শুক্রবার জুম্মার নামাজের আগে। বাবামার অজান্তে শিশুকে নিয়ে তাঁর মামা ঘুরতে বের হয়। আমরা মেয়েকে খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে প্রায় ঘন্টাখানেক পরে মামার বসত ঘরের কাছে, বাড়ি থেকে অনেক দূরে নির্জনে একটা তালগাছের কাছে ও দাঁড়িয়ে কাঁদছে। বাবামাকে দেখে আরও জোরে কেঁদে ওঠে। পরে আশপাশের মানুষের কাছে জানলাম, এবং প্রত্যক্ষদর্শী এক মহিলা ফোন করে জানিয়েছে-ওর মামা বাদশা মিঞার(৬২)ঘরে কেউ ছিল না। শিশুকে ধরে এনে খারাপ কাজ(ধর্ষণ) করেছে। পরে শিশুর কান্না শুনে এলাকাবাসি এগিয়ে আসলে বাদশা পালিয়ে যায়।
বাবা আরও বলেন, আমরা স্থানীয়দের সহযোগীতায় থানায় খবর দেই। থানার পুলিশ ঘটনাস্থলে এসে সকলের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে থানায় মামলা দিতে বলে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. মহব্বত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁরা আসামী গ্রেফতারের চেষ্টা করছে।
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান: ইসি সচিব
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ
বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক