অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে ডিজিটাল নিরাপত্তা মামলায় আটক-১


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২০ রাত ০৯:৫১

remove_red_eye

৬৮৩



বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা বোরহানউদ্দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপত্তিকর পোষ্ট এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করায় ছোটন বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তিকে ডিজিটাল নিরাপত্তা মামলায় আটক করেছে স্থানীয় থানা পুলিশ। ৩ জুলাই, শুক্রবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম. এনামুল হক জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানি এবং ভাবমূর্তি ক্ষুন্ন, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন সহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন আপত্তিকর লেখা পোষ্ট করায় ২ জুলাই, বৃহস্পতিবার রাতে ছোটন বিশ্বাসকে আটক করা হয়। ওসি আরোও জানান, শুক্রবার সকালে ছোটনকে ডিজিটাল নিরাপত্তা আইনে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরোও জানান, আটক ছোটন বিশ্বাস বোরহানউদ্দিন উপজেলার পদ্মামনসা ৬নং ওয়ার্ডের মৃত অমূল্য বিশ্বাসের ছেলে।