অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলার তেঁতুলিয়া নদীতে নিখোঁজের এক দিন পর ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই জুন ২০২৫ রাত ০৮:০৮

remove_red_eye

৯৪

কোষ্টগার্ডের সার্চ এন্ড রেসকিউ অভিযানে

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তেঁতুলিয়া নদীতে নিখোঁজের এক দিন পর ডুবে যাওয়া ৬ বছরের শিশু আখি মনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ডের ডুবুরীদল অভিযান চালিয়ে ভোলা সদর উপজেলার ভেলুমিয়ায় বানগাটা এলাকার তেঁতুলিয়া নদী থেকে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
আজ বুধবার (১১ জুন) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য  নিশ্চিত করে জানান, গত ৯ জুন  সোমবার সকাল ৮টায় ভোলার সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বানগাটা এলাকার তেঁতুলিয়া নদীর তীরে চর চন্দ্রপ্রসাদ ইউনিয়নের বাসিন্দা বিল্লাল মালের মেয়ে খেলার সময় ৬ বছর বয়সী একটি শিশু হঠাৎ করে নদীতে পড়ে নিখোঁজ হয়।

স্থানীয় জনগণ এ ঘটনা কোস্টগার্ডকে জানালে, তারা ওই দিন ঘটনাস্থলে গিয়ে “সার্চ এন্ড রেসকিউ” অভিযান শুরু করে। অভিযানের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার দিন ভর নদীতে অনুসন্ধানের  বিকেল সাড়ে ৫ টায় বানগাটা এলাকার তেঁতুলিয়া নদী থেকে নিখোঁজ শিশু আখি মনির মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে উদ্ধারকৃত শিশুর মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।