অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জুন ২০২৫ রাত ০৮:০৫

remove_red_eye

১৬৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঈদ-উল-আযহার আনন্দে বাড়তি আমেজ যোগ করতে ভোলায় অনুষ্ঠিত হলো বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ।সোমবার বিকালে ভোলা সদর উপজেলার বাপ্তা বড়বাড়ী স্পোর্টিং ক্লাবের আয়োজন বাপ্তা ইউনিয়ন পরিষদের মাঠে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন।


এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মফিজুল হক মিলন, ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন,ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ,সদস্য সচিব মনুতাসির আলম চৌধুরী রবিন,বাপ্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল হুদা খোকা মিয়া, সাধারন সম্পাদক মো. হারুন, বাপ্তা ইউনিয়ন পরিষদে প্যানেল মেয়র হাসান মাকসুদুর রহমান নিরব,স্বেচ্ছাসেবক দল নেতা আবিদুর রহমান আব্দুল্লাহ প্রমুখ।

ঈদ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে বাপ্তা ইউনিয়নের বিবাহিত বনাম অবিবাহিতরা এই ফুটবল খেলায় অংশ নেয়। খেলার নির্ধারিত সময় ৩-৩ গোলে ড্র হওয়ায় খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে বিবাহিত দল ৪-২ গোলের ব্যবধানে অবিবাহিত দলকে পরাজিত করে বিজয় লাভ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিনসহ অতিথি বৃন্দ।