অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় পবিত্র ঈদুল আজাহা উদযাপন ঈদগাহ সহ বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই জুন ২০২৫ সকাল ১০:৩৩

remove_red_eye

১১৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোলায় পবিত্র ঈদুল আজাহা উদযাপন করা হচ্ছে। আজ শনিবার সকাল ৭টায় শহরের যোগীরঘোলস্ত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মুসল্লির অংশ নেয়।

এ সময় ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান, ভোলা পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব গোলাম নবী আলমগীর সহ সরকারি-বেরসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের নামাজে অংশ নেন। এছাড়াও শহরের হাটখোলা জামে মসজিদ, খলিফাপট্টি জামে মসজিদ, হাটখোলা জামে মসজিদ, নতুন বাজার কোর্ট জামে মসজিদ, কাবিল জামে মসজিদ, আলিয়া মাদ্রাসা মসজিদ, বড় মসজিদ, গাজিপুর রোড মক্কী মসজিদ, ষ্টেডিয়াম জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিরা একে অন্যের সাথে আলিঙ্গন করার পাশাপাশি সকলকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে মুসল্লিরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশু কোরবানি দেয়।