অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় জেলা প্রশাসকের গণ শুনানিতে গণজোয়ারে পরিণত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা জুন ২০২৫ রাত ১০:০৭

remove_red_eye

১৭৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার জেলা প্রশাসক কার্যালয়ের গণ শুনানি যেন গণজোয়ারে পরিণত হয়েছে। জেলার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে প্রতি বুধবার সকাল গণ শুনানির আয়োজন করেন জেলা  প্রশাসক  আজাদ জাহান।
বুধবার সকাল থেকে শুরু হওয়া গণ শুনানিতে  হতদরিদ্র অসহায় মানুষগুলো তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন জেলা প্রশাসক আজাদ জাহানের সাথে। জেলা  প্রশাসক আজাদ জাহানও তাদের কথা ধৈর্য্য সহকারে শোনেন এবং সমাধানের চেষ্টা করেন।
তারা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও ধর্মীয় সুবিধা অসুবিধা নিয়ে হাজির হন জেলা প্রশাসকের কাছে। গণ শুনানি এক পর্যায়ে গণজোয়ারে পরিণত হয়। হত দরিদ্র কোন অসহায় যদি পঙ্গু হয়ে থাকে তৎক্ষনিক তাকে হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন। জমি সংক্রান্ত জটিলতায় ভুক্তভোগীদের সমাধান দিয়ে থাকেন। বিদ্যুৎ সংক্রান্ত জটিলতাও তিনি সমাধান করে দেন।
জেলা প্রশাসক মো: আজাদ জাহান বলেন, জনগণের জন্য প্রশাসন। তাই, জনগণকে সব সময় সেবা দিতে সাপ্তাহিক বুধবার সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়প গণ শুনানির ব্যবস্থা করা হয়েছে। যাতে করে সাধারণ মানুষ অন্ততঃ সপ্তাহে একদিন তাদের বিভিন্ন সমস্যার কথা জানাতে পারেন। আমিও চেষ্টা তাদের সেই সমস্যার সমাধান করতে। এ সময়ের বাহিরে হলেও আমি মানুষের পাশে দাড়াবার চেষ্টা করি।