অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় লঞ্চ ও ফেরি ঘাটে কোষ্টগার্ডের অভিযান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জুন ২০২৫ সকাল ১০:১৬

remove_red_eye

১১৪

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে  সন্দেহজনক ব্যাক্তি নৌযান সমূহে তল্লাশি

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নৌপথে নিরাপত্তা  জোরদার করতে ভোলা সহ দক্ষিণাঞ্চলে ১৭টি গুরুত্বপূর্ণ লঞ্চ ও ফেরি ঘাটে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। সোমবার (০২ জুন) সকাল থেকে এ অভিযান পরিচালনা করেন।

সকালে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা সকাল থেকে ভোলার ইলিশা, খেয়াঘাট, ভেদুরিয়া, নাজিরপুর, চৌমূহনী, লক্ষীপুরের মজুচৌধুরীর হাট, আলেকজান্ডার, বরিশালের ডিসি ঘাট বরিশাল,উলানীয়া, পুরাতন হিজলা, পটুয়াখালীর অলীপুর, পটুয়াখালী, কালাপাড়া, বাউশিয়া, নোয়াখালীর তমুরুদ্দিন, রাম নেওয়াজ এবং বরগুনা জেলার কাঠছিড়াসহ পাথরঘাটসহ ১৭টি গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরি ঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল দিচ্ছে।এ সময় জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

কোষ্টগার্ডের কর্মকর্তা স্টাফ অফিসার (অপারেশান্স) লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ মুহাম্মদ সাদমান ইউসুফ জানান, দুস্কৃতিকারীরা যাতে কোন ধরনের নাশকতা মূলক কর্মকান্ড সংগঠিত করতে না পারে তার জন্য কোষ্টগার্ড সদা তৎপর রয়েছে।