অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে পার্টনার সমাবেশ অনুষ্ঠিত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩রা জুন ২০২৫ সকাল ১০:১০

remove_red_eye

১৬৭

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলা কৃষি অফিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রন্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিন ব্যাপী কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা হলরুমে কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক খায়রুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার জনাব নিয়তি রাণী কৈরী, কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক একে এম  শাহাবুদ্দিন, ড. শামিম আহমেদ, প্রশিক্ষক ভোলা জেলা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি ব্যাংক দৌলতখান শাখার ব্যাবস্থাপক মোঃ ফারুক হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আলমগীর হোসেন মাস্টার, জামায়াতে ইসলামীর কৃষি ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল কালাম প্রমূখ। সভায় বক্তারা বলেন,  ভোলা একমাত্র জেলা যে জেলার কৃষকরা নিজে কৃষি শস্য উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে উৎপাদিত পণ্য  রপ্তানি করে আসছে। ভোলার উৎপাদিত প্রচুর ক্যাপসিকাম ও তরমুজসহ উৎপাদিত কৃষি পণ্য রাজধানী শহর ঢাকা সহ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়।

বাংলাদেশের কয়েকটি জেলা ভোলার উৎপাদিত কৃষি পণ্যের ওপর নির্ভরশীল। বক্তারা ভোলার উৎপাদিত মৌসুমী শস্য পণ্য সংরক্ষণ করার জন্য একটি হিমাগার স্থাপনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।