অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে জেলেদের মাঝে চাল বিতরণ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২রা জুন ২০২৫ রাত ১১:০০

remove_red_eye

১৫৫

ফখরে আজম পলাশ, তজুমদ্দিন: ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন ও সোনাপুর ইউনিয়নের জেলেদের মাঝে বিশেষ সহায়তা হিসেবে সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে। এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় সোমবার (২ জুন২০২৫) সকালে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া।

আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ। উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ওমর আসাদ রিন্টু। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া বলেন, “সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর নিবন্ধিত জেলেদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়, যাতে তাঁরা দুর্দিনে একটু স্বস্তি পান।” আলহাজ্ব ওমর আসাদ রিন্টু বলেন, “জেলেরা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এই সহায়তা তাঁদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা বাস্তবায়নের একটি ছোট পদক্ষেপ।আ মি আশা করি এই সহায়তা অব্যাহত থাকবে এবং আরও জেলেকে অন্তর্ভুক্ত করা হবে।” জেলেরা এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।