অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনের ইন্দ্র নারায়নপুর আশ্রয়ন-২ প্রকল্পের ৪৫টি ঘর হস্তান্তর


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২রা জুন ২০২৫ রাত ১০:৫৮

remove_red_eye

১৪১

ফখরে আজম পলাশ, তজুমদ্দিন: তজুমদ্দিন উপজেলা, সোনাপুর ইউনিয়নের ইন্দ্র নারায়নপুর এলাকায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৪৫টি ঘর ভূমিহীন, গরিব ও দুস্থ পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। সমবার (২ জুন ২০২৫) , একটি সুশৃঙ্খল অনুষ্ঠানের মাধ্যমে এসব ঘর উপকারভোগীদের মাঝে বুঝিয়ে দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু,যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন পাটাওয়ারী, জাকির হোসেন মনু,আনছার পাটাওয়ারী, ফিরোজ ডাক্তার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া বলেন, আশ্রয়ণ প্রকল্পের লক্ষ্য হলো দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। এই ঘরগুলো শুধু থাকার জায়গা নয়, এটি একটি নতুন জীবনের সূচনা।” উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু বলেন, “এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সরকারি সহযোগিতায় দরিদ্র জনগোষ্ঠী নতুন করে বাঁচার সুযোগ পাচ্ছেন। আমরা চাই এমন প্রকল্প আরও প্রসারিত হোক।”ঘর নেওয়ার ক্ষেত্রে কেউ কোনো লেনদেনে জড়াবেন না।

উল্লেখ্য, আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে নির্মিত প্রতিটি ঘরে রয়েছে দুটি কক্ষ, রান্নাঘর, টয়লেট ও খোলা বারান্দা। সুবিধাভোগীরা এসব ঘর পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।