অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বজ্রপাতে নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১লা জুন ২০২৫ সন্ধ্যা ০৭:০৬

remove_red_eye

২৪০

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : বজ্রপাতে নিহত পরিবারকে আর্থিক সহায়তা করেছে কোস্ট ফাউন্ডেশন। চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে বজ্রপাতে নিহত কৃষক নুরে আলমের পরিবারের মাঝে কোস্ট ফাউন্ডেশন দুর্যোগ সহায়তায় শনিবার বেলা ১১টায় হাজারীগঞ্জ শাখা কার্যালয় থেকে ফাউন্ডেশনটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা বাবদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এসময় ভোলা জেলা সহকারী পরিচলক রাশিদা বেগম ও কোস্ট ফাউন্ডেশনের ঊর্ধ্বতন সমন্বয়কারী মোঃ ইউনুছ উপস্থিত ছিলেন। পাশাপাশি মনপুরা উপজেলা নির্বাহী  অফিসার লিখন বনিক এর উপস্থিতিতে বজ্রপাতে মৃত ওমরের পিতাকে ৫০০০ টাকা অনুদান প্রদান করা হয়।