অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় জোয়ারের পানিতে ভেসে এসেছে মৃত হরিণ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে মে ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯

remove_red_eye

১২১

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় সংরক্ষিত বন থেকে জোয়ারের পানিতে একটি মৃত হরিণ ভেসে এসেছে।
 
শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাতিরখালে ভেসে আসা মৃত হরিণটি উদ্ধার করে বেড়ীবাঁধের উপর রাখে স্থানীয়রা। পরে বনবিভাগকে খবরদেয় তারা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, নিম্নচাপের প্রভাবে ৭-৮ জোয়ারে প্লাবিত হয় সংরক্ষিত বনাঞ্চল চরপাতালিয়া, চরপিয়ালসহ অনেক চর। এইসব বনাঞ্চলে হরিণ রয়েছে। জোয়ারের পানিতে হরিণটির মৃত্যু হয়েছে।

এই ব্যাটারে মনপুরার পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা জাহিদুর ইসলাম বলেন, নিম্নচাপের  প্রভাবে জোয়ারে পানিতে বনের হরিণের শাবকটি মারা গিয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এনে পরীক্ষা করা হয়েছে।
 
এই ব্যাপারে মনপুরার রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, স্থানীদের মাধ্যমে খরব পেয়ে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে জলোচ্ছ্বাসের পানিতে ডুবে হরিণটি মারা গেছে। আরও মৃত হরিণ পাওয়া যায় কিনা তা খুঁজে দেখার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।