অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে মে ২০২৫ রাত ১১:১০

remove_red_eye

১২২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বিজেপি জেলা শ্রমিক পার্টির আহবায়ক  আল হাজ্ব জালালউদ্দিন (চকেট) এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার  ও মিথ্যা অপ প্রচার বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) দুপুরে ভোলার বাপ্তা ইউনিয়নের ১৪ ঘর তেমাথা এলাকায় এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা এবং বিক্ষোভ  অনুষ্ঠিত হয়।
এসময় ভুক্তভোগী আলহাজ্ব জালালউদ্দিন (চকেট) বলেন, আমি একজন সাধারণ ব্যাবসায়ী , দীর্ঘদিন যাবত আমরা এই ব্যবসার সাথে জড়িত, পাশাপাশি বিজেপি রাজনীতির সাথে জড়িত,  যেটি আমাদের নিজ এলাকা দৌলতখান উপজেলার সর্বস্তরের মানুষ জানেন। আমি রাজনীতির সাথে জড়িত বলে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের মদন পুর চরের  ভূমি মালিকরা ভুমি দস্যুদের নির্যাতন নিপিড়ন থেকে মুক্তি,তাদের পিতা মাতা মহের সম্পত্তি বুঝে  পেতে আমার সহায়তা কামনা করেন। এবং আমি স্ব প্রণোদিত ভাবে জমি মালিকদের কাগজ অনুযায়ী জমি বুঝিয়ে দিতে চেষ্টা করি।

এহেন বিষয়ে ভূমিদস্যুতায় লিপ্ত ইলিয়াস সহ কয়েকজনের একটি চক্রের অর্থনৈতিক ও ভুমি দস্যুতার বিঘ্ন ঘটে। তাই এই ভূমিদস্যু চক্র আমার বিরুদ্ধে দৌলতখান থানায় জৈনেক কাশেম মাতবার কে বাদী সাজিয়ে  ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা ও মিথ্যা অপ প্রচার করেন। আমি  এই মিথ্যা মামলা প্রত্যাহার ও অপ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিজেপি নেতা আলহাজ্ব জালালউদ্দিন (চকেট) সংবাদ সম্মেলন শেষে উপস্থিত বৈরাগী চরের সাধারণ কৃষক,জমি মালিক সহ এলাকাবাসী একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।





আরও...