অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে ঝুড়ি বোঝাই ইলিশ চুরি


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে জুন ২০২০ রাত ০৮:২৮

remove_red_eye

৭০৩



দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে মেঘনা পাড়ের পাতার খাল ঘাটে রবিবার গভীর রাতে এক আড়তদারের মাছের গুদাম থেকে ৬০ হাজার টাকার ইলিশ মাছ চুরি হয়েছে। দৌলতখান পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ইলিশ ব্যাবসায়ী কামাল বেপারী চুরি যাওয়া মাছের মালিক। তিনি জানান, ঢাকায় চালান করার উদ্দেশে রোববার ঘাটে নিজ আড়তে ক্রয় করে বরফ দিয়ে গুদামে মাছগুলো ঝুরি ভরে রেখেছিলেন। সকালে এসে গুদামের তালা ভাঙ্গা দেখতে পান। ভেতরে ঢুকে দেখেন ঝুরিতে একটি মাছও নেই। এ ঘটনায় অন্যান্য মাছ ঘাটের আড়তদারদের মধ্যে চুরি আতংক ছড়িয়ে পড়েছে।