অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় মাসিক কালীন স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতামূলক পথ নাটক অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে মে ২০২৫ বিকাল ০৪:৩০

remove_red_eye

২০৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক: "নিরাপদ মাসিক ব্যবস্থাপনা আমার অধিকার এই স্লোগানকে সামনে রেখে  " মাসিক স্বাস্থ্য ব্যাবস্থাপনা দিবস উদযাপন উপলক্ষে  ভোলায় মাসিক কালীন স্বাস্থ্যসেবা বিষয়ক  সচেতনতামূলক পথ নাটক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর যৌথ আয়োজন ভোলার ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া গ্রামের লাল স্কুলের মাঠে "নীরবতা ভাঙ্গন "নামের এই নাটক পরিবেশন করা হয়।এসময়  স্থানীয় কয়েকশত  গ্রামবাসী নাটকটি উপভোগ করেন।  
নাটকে বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মাসের নির্দিষ্ট সময়ে ঋতুস্রাব বা মাসিক হয়। নারীদের স্বাভাবিক এই প্রক্রিয়াটিকে এখনো স্বাভাবিক হিসেবে ধরা হয়নি। আছে অনেক কুসংস্কার। সেই কুসংস্কার দূর করে গ্রামের মানুষকে সচেতন করতে এই নাটক অনুষ্ঠিত হয়। 
এই নাটকের মাধ্যমে কিশোরী মেয়েদের বয়ঃসন্ধি কালের স্বাস্থ্যসেবা, স্যানেটারী ন্যাপকিন ব্যবহার করা,মেয়রদের আয়রন টেবলেট খাওয়া ও বাল্যবিয়ে রোধ সহ সহ নানা বিষয়ে নাটকের মাধ্যমে সচেতন করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন নারীপক্ষের অধিকার এখানে, এখনই প্রকল্প ব্যবস্থাপক মাকসুদা খাতুন, নারীপক্ষ অধিকার এখানে, এখনই 
সহকারী প্রকল্প ব্যবস্থাপক শবনম রুপা,নারীপক্ষের সদস্য,রেহানা সামদানী, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক সাংবাদিক আদিল হোসেন তপু, এনটিভির অন-লাইন সাংবাদিক রিয়াজ ইসলাম, তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের জেলা সমন্বয়কারী আবদুল্লাহ আল নোমান,
সাংবাদিক রাফসান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। 
নাটক পরিবেশন করেন - মোকাস্মেল মিশু,আল- আমীন,রামিম,আমান উল্ল্যাহ রাব্বি,আমিন,নিহা,জিহাদ,মুহিন,তানিজিলা,তাবাচ্ছুম,স্বর্না,পূজা সহ আরো অনেকে। 
নারীপক্ষের অধিকার এখানে, এখনই প্রকল্পের মাধ্যমে তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম ও ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ  নাটকটি  পরিবেশন করেন ।
 এদিকে আজ মঙ্গলবার সকালে ভোলার শিল্পকলা অডিটোরিয়াম মাসিককালীন স্বাস্থ্যসেবা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।