অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় ‘তারুণ্যের উৎসব’ শীর্ষক মৎস্য সংরক্ষণ কর্মশালা বর্ণাঢ্য র‌্যালী ও জনসচেতনতামূলক কার্যক্রম


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে মে ২০২৫ সন্ধ্যা ০৭:১৫

remove_red_eye

২২৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক মৎস্য সংরক্ষণ কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম। আজ রবিবার সকালে  বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে অংশ নেয় স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। পরে কোষ্টগার্ডৈর আয়োজন ভোলার ইলিশা বাজার থেকে ফেরী ঘাট এলাকায় বর্ণাঢ্য র‌্যালী হয়েছে। এতে মৎস্য কর্মকর্তা, কোষ্টগার্ডের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নেন। পাশাপাশি ইলিশা মাছঘাট এলাকায় জেলেদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও  আলোচনা করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, মাছের সুষ্ঠু প্রজনন ও সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় এ আয়োজন করা হয়। এছাড়াও অবৈধ জাল ব্যবহার, জাটকা নিধন ও অতিরিক্ত মৎস্য আহরণ রোধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। এছাড়াও, মাদক ও মানব পাচার, বনজ সম্পদ রক্ষা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিতেও কাজ করছে কোস্ট গার্ড।