অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে একই পরিবারের চার জনকে কুপিয়ে জখম


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জুন ২০২০ রাত ০৯:৩১

remove_red_eye

৬৯১


লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের  লোকেরা। রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলার দেবীরচর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মোচন আলী (৫৫), তার স্ত্রী হাসিনা বেগম (৪৫), মোচন আলীর ভাতিজা আনারুল্লা (৩০) এবং জহিরুল (৩২) কে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে আনারুল্লা (৩০) কে বরিশাল শেরে বাংলা মেডিকেলে স্থানান্তর করে চিকিৎস্যক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহাবুদ্দিন নামের এক জনকে আটক করেছে পুলিশ। ঘটনার শিকার মোচন আলী জানান, আমার ক্রয়কৃত ৩ গন্ডা জমিতে আমি বীজতলা রোপন করতে গেলে এলাকার প্রতিপক্ষ রশিদ বেপারী, ছিদ্দিক, শাহাবুদ্দিন, আনোয়ার, ফিরোজ ও ইফনুছ এই জমি তাদের দাবী করে মারপিট শুরু। এ মারপিটের খবর পেয়ে আমার স্ত্রী ও ভাই-ভাতিজারা এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। ঘটনার পর আমাদের বিরুদ্ধে উল্টো থানায় মামলা করতে গেলে শাহাবুদ্দিনকে আটক করে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দেয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।