অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় গ্রামীণ জনউন্নয়ন সংস্থার কর্মীর উপর সন্ত্রাসী হামলা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে মে ২০২৫ সন্ধ্যা ০৭:৩৫

remove_red_eye

১৪৬

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলা সদর উপজেলায় কামাল (২৭) নামে এক যুবককে মারাত্বক জখম করা হয়েছে।  আহত কামাল বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। তিনি গ্রামীণ জনউন্নয়ন সংস্থার (জিজেইউএস) খামারের কর্মী।
আহত কামালের ভাই রুবেল জানান, বৃহস্পতিবার সকালে কামাল গাছালি মোর এলাকায় খামারের দুধ নিয়ে বাজারে দিয়ে খামারে যাওয়ার  সময় সন্ত্রাসী সুমন  তার উপর লাঠি সোঠা নিয়ে হামলা চালায়। ফলে কামাল মারাত্বক আহত হয় । খবর পেয়ে তার ভাই রুবেল তাকে উদ্ধার করে ভোলা সদর  হাসপাতালে ভর্তি করে। আহত কামাল জানায়, সে সুমনের চাঁদাবাজের প্রতিবাদ করায় তার উপর এ হামলা চালানে হয়। তবে এ ব্যাপারে অভিযুক্ত সুমনের বক্তব্য পাওয়া যায়নি।





আরও...