অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে কুখ্যাত ডাকাত কালো জসিম আটক


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে মে ২০২৫ রাত ০৯:০০

remove_red_eye

১১৮

তজুমদ্দিন প্রতিনিধি : তজুমদ্দিন উপজেলার কুখ্যাত ডাকাত জসিম ওরফে ‘কালো জসিম’কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন বাজারের উত্তর মাথা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, কালো জসিম দীর্ঘদিন ধরে ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল। ২০০৬ সালের একটি ডাকাতি মামলার ভিত্তিতে এএসআই আলাউদ্দিন আল মাসুম ও এএসআই মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্ব তাকে গ্রেফতার করা হয়।
কালো জসিমের বিরুদ্ধে তজুমদ্দিন ও বোরহানউদ্দিন থানায় মোট ১১টি মামলা রুজু রয়েছে। তার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
তজুমদ্দিন থানা পুলিশ জানায়,নিয়ম মোতাবেক পুলিশ পাহারায় কালো জসিমকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।