অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২২শে মে ২০২৫ সন্ধ্যা ০৬:৪৩

remove_red_eye

২১৬

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে  বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয়সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের  সহযোগীতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী (২১-২২মে) গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) উপজেলা পরিষদ হলরুমে

অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী দিনে সহকারী কমিশনার (ভূমি) মুন্নি ইসলামের সভাপতিত্বে   প্রধান অতিথির বক্তব্য রাখেন,  উপজেলা  নির্বাহি কর্মকর্তা  নিয়তি রাণী কৈরী। তিনি বলেন, এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইউপি সদস্যবৃন্দ গ্রাম আদালতের কার্যক্রম ও এর আইনের প্রয়োগ সম্পর্কে ধারণা লাভ করেছে যা তাদের গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে ও ইউনিয়ন বাসীর সেবা নিশ্চিতে অনেকটা সহায়ক হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি জাকির আলম, সম্পাদক মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, জন্টু প্রমুখ । প্রশিক্ষণে চরখলিফা ও ভবানীপুর ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।