অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে হেলিকপ্টারে ঢাকা নেওয়ার সময় এমপি শাওনের চাচার ইন্তেকাল


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জুন ২০২০ রাত ০৯:০০

remove_red_eye

৬৪৫



লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের চাচা লালমোহন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক পঞ্চায়েত ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। ২৮ জুন রবিবার দুপুর ১২টায় অসুস্থ্য হয়ে পড়লে ঢাকা থেকে জরুরুী হেলকপ্টার আনা হয়। ঢাকায় নেওয়ার সময় লালমোহন হেলিপ্যাডে হেলিকপ্টারে উঠালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তিনি লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির আহবায়কও ছিলেন।
এদিকে আব্দুর রাজ্জাক পঞ্চায়েতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এক শোক বাণীতে এমপি শাওন বলেন, আব্দুর রাজ্জাক পঞ্চায়েত ছিলেন, আওয়ামীলীগের নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আল-আমিন তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। এছাড়া শোক প্রকাশ করেছেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক আ.ন.ম. শাহজামাল দুলালসহ অঙ্গনংগঠনের নেতৃবৃন্দ।