অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলা মডেল থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে মে ২০২৫ রাত ০৯:২০

remove_red_eye

২০০

বাংলার কন্ঠ ডেস্ক: সেবার মান উন্নয়ন ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ভোলায় অনুষ্ঠিত হয়েছে পুলিশের ‘ওপেন হাউস ডে’।

সোমবার  দুপুরে ভোলা সদর মডেল থানা কর্তৃপক্ষের আয়োজনে ওপেন হাউস ডে'র আলোচনা সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আসিফ আলতাফ।

পুলিশ সুপার বলেন, "চুরি, ডাকাতি, সন্ত্রাস, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও বাল্যবিবাহসহ সব অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতা প্রয়োজন। তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন, ভুল তথ্য দিলে ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিষয়ে কোনো আপস নেই।"

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নিয়ে মতামত তুলে ধরেন।