অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ফার্মেসিকে জরিমানা


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে মে ২০২৫ রাত ০৮:৪৬

remove_red_eye

১৪৫

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর বাজারে ঔষধ প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।
 
সোমবার (১৯ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ্জামানের নেতৃত্বে এবং ভোলা জেলার ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপারিনটেনডেন্ট) সুমন বিশ্বাসের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
 
অভিযান চলাকালে পৌর বাজার ও হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় অবস্থিত ‘মামুন মেডিকেল হল’-এ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত Physical Sample এবং ‘সৈয়দ মেডিকেল হল’-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে উভয় প্রতিষ্ঠানকে ‘ঔষধ ও প্রসাধনী আইন, ২০২৩’-এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এ সময় জব্দকৃত Physical Sample ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিধি অনুযায়ী ধ্বংসের জন্য ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ককে নির্দেশ দেওয়া হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ্জামান বলেন, “জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলমান থাকবে।” অভিযানে সার্বিক সহায়তা করে বোরহানউদ্দিন থানা পুলিশ।