অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীর বাড়িতে আগুন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই মে ২০২৫ সকাল ০৯:১০

remove_red_eye

১৪৫

বাংলার কণ্ঠ ডেস্ক : পূর্ব শত্রুতার জের ধরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে রফিক মিঝি নামের এক ব্যসায়ীর দোতলা বসতঘর। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই টিনের দোতলা বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  
গতকাল শনিবার ভোর ৪ টার দিকে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন এর ১ নম্বর ওয়ার্ডের মিঝি বাড়িতে আগুন দেওয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
বাড়ির লোকজন জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী একটি গ্রুপের সাথে তাদের জমির বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে শনিবার ভোরে পেট্টোল ঢেলে ঘরে আগুন দেওয়া হয়েছে বলে দাবি বাড়ির লোকজন।
এ ব্যপারে দৌলতখান থানার ওসি মোঃ জিল্লুর রহমান  জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বিকাল ৪ টা পর্যন্ত থানায় কোন মামলা করা হয়নি।