অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় স্বেচ্ছা‌সেবক লী‌গের নেতা পু‌লি‌শের হা‌তে গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই মে ২০২৫ দুপুর ০২:৪২

remove_red_eye

১৭০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় মো: জয়নাল আবেদীন (৩৭) না‌মে এক স্বেচ্ছা‌সেবক লী‌গের নেতা‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। জয়নাল আবেদীন ভোলার মনপুরা উপ‌জেলার হা‌জিরহাট ইউনিয়‌নের ৮ নম্বর ওয়া‌র্ডের কাঞ্চন হাওলাদা‌রের ছে‌লে। সে হা‌জিরহাট ইউনিয়‌নের স্বেচ্ছা‌সেবক লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক।

আজ ভো‌রের দি‌কে তার বা‌ড়ি‌ থে‌কে তা‌কে গ্রেফতার ক‌রে পু‌লিশ।
মনপুরা থানার ভ‌ারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: আহসান কবীর সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, গোপন সংবা‌দের ভিত্তি‌তে  আজ ভো‌রের দি‌কে মনপুরা উপ‌জেলার হা‌জিরহাট ইউনিয়‌নের ৮ নম্বর ওয়া‌র্ডের তার বা‌ড়ি থে‌কে  তা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।
 
তি‌নি আরো জানান, জয়নাল আবেদীন‌কে পু‌লি‌শের উপর হামলার মামলা গ্রেফতার করা হ‌য়ে‌ছে। তা‌কে আদাল‌তে প্রেরণ করা হ‌বে।
 
উল্লেখ, গত বছর ৫ মার্চ পু‌লি‌শের উপর হামলার ঘটনা ঘ‌টে। এঘটনায় পু‌লিশ দাবী হ‌য়ে অজ্ঞাত ৩০০-৪০০ জ‌নের বিরু‌দ্ধে মামলা ক‌রেন।


 





আরও...