অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৪ই মে ২০২৫ | ৩১শে বৈশাখ ১৪৩২


ভোলায় ৩ দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই মে ২০২৫ রাত ০৯:৩৭

remove_red_eye

৪৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়’ শ্লোগান নিয়ে ভোলায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্ত সপ্তাহ, বিজ্ঞান মেলা ২০২৫।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ে  ৩ দিনের বিজ্ঞান মেলায় বেলুন উড়িয়ে ও ফিতাকেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান। এতে জেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়, ২১টি কলেজ ও ১০টি বিজ্ঞান ক্লাব তাদের প্রজেক্ট নিয়ে মেলায় অংশ নেয়।
উদ্বোধন শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও কর্মকর্তাদের নিয়ে মেলার প্রজেক্টগুলো ঘুরে দেখে জেলা প্রশাসক। পরে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান।


জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করা, বিজ্ঞানের উদ্ভাবন, সৃস্টিশীল কর্ম প্রদশর্নী, সৃষ্টিশীল মনন তৈরী, বিজ্ঞানের বিভিন্ন শাখায় পারদর্শী করে তোলার জন্যই এ মেলার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা সৃস্টিশীল কর্ম প্রদশর্নীর মাধ্যদে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে।
৩ দিন ব্যাপী মেলা শেষ হবে আগামী ১৫ মে বৃহস্পতিবার।